E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়’

২০১৫ ডিসেম্বর ০২ ২২:৫৮:২০
‘২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়’

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ওই নির্বাচনই হবে আওয়ামী লীগ-বিএনপির ফাইনাল খেলা।

বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা বোমা মেরে মানুষ হত্যা করতে পারে তারা আর যাই হোক জনগণের জন্য রাজনীতি করতে পারে না। তিনি বিএনপি-জামায়াতকে পাকিস্তানের এজেন্ট বলেও মন্তব্য করেন।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জো. ছেলুনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর।

পরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে সোলাইমান হক জো. ছেলুন ও সাধারণ সম্পাদক পদে আজাদুল ইসলাম আজাদের নাম ঘোষণা করা হয়।

(ওএস/এএস/ডিসেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test