E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি নির্বাচনে এসেছে এটা ইতিবাচক’

২০১৫ ডিসেম্বর ০৩ ১৬:৩৭:১০
‘বিএনপি নির্বাচনে এসেছে এটা ইতিবাচক’

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি নির্বাচনে এসেছে এটা ইতিবাচক। আশা করবো শেষপর্যন্ত থাকবে।

শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জনসভায় বৃহস্পতিবার সকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তানের নির্লজ্জ মিথ্যাচারের প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এসেছে এটা ইতিবাচক। আমি তাদের স্বাগত জানাই। তবে মাঝপথে যেন নির্বাচন থেকে সরে না যান। সিটি করপোরেশন নির্বাচনের মতো মাঝপথে সরে গিয়ে ভুল করবেন না। আমার বিশ্বাস বিএনপি শেষপর্যন্ত নির্বাচনে থাকবে।’

বিএনপি সম্পর্কে তিনি বলেন, অহেতুক প্রতিদিন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মিথ্যাচার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করবেন না।

কামরুল ইসলাম বলেন, ‘পৌরসভা নির্বাচনে বিগত দিনের জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িতদের প্রার্থী করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সন্ত্রাসীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড হয় না।’

তিনি আরো বলেন, সরকারবিরোধী হরতাল-অবরোধে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যাদের অভিযোগ নেই তাদের প্রার্থী করা হলে, তারা কোনোভাবেই হয়রানির শিকার হবে না। এটা আমি জোর দিয়ে বলতে পারি।

ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার জন্য আমাদের অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ষড়যন্ত্র থেমে নেই, চলছে। বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। সকলকে সতর্ক থাকতে হবে।’

কামরুল পাকিস্তানের উদ্দেশে বলেন, পাকিস্তান যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে তাদের অবস্থানেই অটুট থাকে তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে তার দায়িত্ব পাকিস্তানকে নিতে হবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম জনসভায় সভাপতিত্ব করেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test