E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পৌর নির্বাচনে ৮০ ভাগ আসনে বিজয়ী হবে বিএনপি’ 

২০১৫ ডিসেম্বর ০৪ ১৪:২৭:৫৫
‘পৌর নির্বাচনে ৮০ ভাগ আসনে বিজয়ী হবে বিএনপি’ 

স্টাফ রিপোর্টর : জনগণ ভোট দিতে পারলে পৌর নির্বাচনে শতকরা ৮০ ভাগ আসনে বিএনপি বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্র রক্ষার আন্দোলন হিসেবে পৌর নির্বাচনে অংশ নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে ৮০ ভাগ আসনে আমরা জয়ী হবো। আর জনগণ ভোট দিতে না পারলে শূন্য ।’

‘সরকারী দলের প্রার্থীদের আচরণ বিধি লংঘন করাই এখন আচরণ বিধিতে পরিণত হয়েছে। আর যারা আচরন বিধি লংঘন করে তাদের কাছে আচরণ বিধির অভিযোগ করে লাভ কী?’ যোগ করেন তিনি।

দলের আরেক স্থায়ী সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের নিদের্শে চলে। তারা স্বাধীন ভাবে কাজ করতে পারে না। অতীতের নির্বাচনগুলোতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। এবারের নির্বাচনেও স্বাধীন ভাবে কাজ করতে না পারলে নির্বাচন অর্থবহ হবে না।’

তিনি আরও বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র মৃত্ । এ মৃত্ গণতন্ত্রকে জাগিয়ে তুলতে হবে। গণতন্ত্রকে সামনের দিকে নিয়ে অর্থনৈতিক মুক্তি লাভ করতে হবে।’

‘বর্তমান সরকার দেশ শাসন করে না, তারা ইতিহাস লিখে’ বলেও মন্তব্য করেন তিনি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test