E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জামায়াতকে আর রাজনীতি করতে দেওয়া হবে না’

২০১৫ ডিসেম্বর ০৪ ১৮:২১:১৫
‘জামায়াতকে আর রাজনীতি করতে দেওয়া হবে না’

জামালপুর প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। খুব অল্প সময়ের মধ্যেই জামায়াতের নিবন্ধন বাতিল হচ্ছে।

শুক্রবার বিকেলে জামালপুরের কমালপুর মুক্তদিবস উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাত খাবেন বাংলার আর গান গাইবেন পাকিস্তানের, সেটা হতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা বিএনপি করে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা প্রসঙ্গে তিনি বলেন, এটা যাচাই-বাছাই করা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে এ সমস্যার সমধান হবে।

মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলেরর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক চিশতি (বাবুল চিশতি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

এছাড়াও জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নিজাম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস পারভীন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে ৪ ডিসেম্বর কামালপুর হানাদারমুক্ত হয়। ওইদিন ১৬২ জন পাকিস্তানি সেনা যৌথবাহিনীর কাছে আত্মসর্মপণ করেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test