E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

২০১৫ ডিসেম্বর ০৪ ১৮:২৪:৪৬
সিংড়ায় বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ২০ দলীয় জোটের কর্মী সমর্থকদের পুলিশি হয়রানির অভিযোগ করে রিটানিং অফিসার পরিবর্তনের দাবিসহ নিরাপত্তা চেয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী শামিম আল রাজি।

শুক্রবার সিংড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র শামিম আল রাজি পুলিশি হয়রানির অভিযোগ সহ এসব দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের যে সব নেতাকর্মীর নামে কোন মামলা নেই তাদের বিনা কারনে নির্বাচনের আগে পুলিশী হয়রানী করা হচ্ছে।

তিনি পুলিশি হয়রানি বন্ধসহ রিটার্নিং অফিসার সরকার আশরাফুল আলমকে পরিবর্তনের দাবী জানান। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গত ১০নভেম্বর সিংড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রায় ৭০টি কেন্দ্র দখল করে আওয়ামী লীগ বিএনপির নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়। সে সময় রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী জেলা নির্বাচন অফিসার সরকার আশরাফুল আলমকে বার বার অভিযোগ করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেন নাই।

সিংড়া পৌরসভার নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে নিতেই আবার সেই সরকার আশরাফুল আলমকে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। রিটার্নিং অফিসার সরকার আশরাফুল আলম আওয়ামী লীগের লোকজনের কথায় চলেন এবং তাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়া যায় বলেই আবার তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগ করা হয় , ১ডিসেম্বর রাত থেকে সিংড়ায় জনপ্রিয় সকল বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানী করছে এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত সিংড়ার বাহিরে থাকার হুমকি দিচ্ছে।

মেয়র শামীম আল রাজি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপিসহ ২০দলীয় জোটের যে সব নেতাকর্মীর নামে কোন মামলা নেই তাদের বিনা কারণে নির্বাচনের আগে পুলিশি হয়রানি না করা এবং তিনি সহ দলের নেতা কর্মী ও সমর্থকদের নিরাপত্তার দাবি জানান।

এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া থানা বিএনপির সহ-সভাপতি সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আজগর, আফসারুজ্জামান, শারফুল ইসলাম বুলবুল, আব্দুল গফুর,কোষাধ্যক্ষ শাহাদত হোসেন , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন , সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন প্রমুখ।

(এমআর/এএস/ডিসেম্বর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test