E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্নার মুক্তির দাবি নাগরিক যুব ঐক্যের

২০১৫ ডিসেম্বর ০৫ ১১:৪৬:১০
মান্নার মুক্তির দাবি নাগরিক যুব ঐক্যের

স্টাফ রিপের্টার : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানিয়েছে নাগরিক যুব ঐক্য। জাতীয় প্রেসক্লাবের হলরুমে শুক্রবার বিকেলে ‘কারাবন্দী মাহমুদুর রহমান মান্না’ শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। সন্ত্রাস, দুর্নীতিবাজরা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। গুলি করে শিশু হত্যা প্রচেষ্টায় অভিযুক্ত সরকারদলীয় সংসদ সদস্য জামিন পেলেও মাহমুদুর রহমান মান্নার জামিন হচ্ছে না।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জে ৭ খুনের আসামি নুর হোসেনকে রিমান্ডে নেওয়া না হলেও মান্নাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। এখন রিমান্ডের অজুহাতে জামিন আবেদনও করা যাচ্ছে না। এমন অরাজকতা আগে কখনো দেখা যায়নি।

নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক শাহীনুল আলম শাহীনের সভাপতিত্বে ও মো. জহির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এস.এম আকরাম।

আলোচনায় অংশ নেন সাংবাদিক সালাহউদ্দিন সেলিম, এড. ইসমাইল হোসেন, এড. ফজলুল হক সরকার, আবু বকর সিদ্দিক, শহীদুল্লাহ কায়সার, হাজী ইসলাম উদ্দিন, মাহমুদ জামাল কাদেরী, এড. নজরুল ইসলাম, নারী ঐক্যের শিউলি সুলতানা রুবি, ছাত্র ঐক্যের নাজমুল হাসান, মুয়িদ হোসেন তড়িৎ, যুব ঐক্যের স্বপ্না আক্তার, এস.এম হানিফ প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test