E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্র চলতে পারে না’

২০১৫ ডিসেম্বর ০৫ ১৩:২২:০৩
‘সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্র চলতে পারে না’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গহওর রিজভী বলেছেন, স্বাধীন সংবাদমাধ্যম ছাড়া কোনো দেশের গণতন্ত্র এবং সরকার চলতে পারে না। শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে ট্রন্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয় আয়োজিত ‘সুশাসন ও গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড. আকবর আলী খান।

স্বাধীন সংবাদমাধ্যম একটি সরকারের ভিত্তি বলে দাবি করে তিনি বলেন, ‘সব সরকার এটা জানেও মিডিয়াই হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। যদিও মাঝেমধ্যে সব সরকারই সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।’

তিনি বলেন, ‘বর্তমানে সংবাদপত্রকে বাধা দেয়া কোনো সমাজেই সুযোগ নেই। এ তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যকে বাধা দিয়ে কোনো নিউজ দমন করা যায় না। কারণ এখন সামাজিক গণমাধ্যম অনেক শক্তিশালী।’

তিনি আরো বলেন, ‘বিদেশ থেকে অনকে পর্যবেক্ষক আসে আমার কাছে। তারা বাংলাদেশের সাংবাদিকতার প্রশংসা করে। কিন্তু আমি জানি বাংলাদেশের সাংবাদিকতায় অনেক প্রতিবন্ধকতা আছে। এর মধ্যদিয়েও সাংবাদিকতা এগিয়ে যাচ্ছে। তবে এখন বাংলাদেশে অনুসন্ধানী প্রতিবেদনের ওপরও পুরস্কার দেয়া হয়। এটা সাংবাদিকতার জন্য একটা ভালো দিক।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test