E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পৌর নির্বাচন সরকারের শেষ পরীক্ষা’

২০১৫ ডিসেম্বর ০৫ ১৫:৫০:৪৮
‘পৌর নির্বাচন সরকারের শেষ পরীক্ষা’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, পৌরসভা নির্বাচন সরকারের শেষ পরীক্ষা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ৫ জানুয়ারি ও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ করে গণতন্ত্রকে বিরাট আঘাত করেছেন। পৌর নির্বাচনেও এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন অব্যাহত রয়েছে। এ নির্বাচনের মাধ্যমে সরকারকে শেষ বারের মত জনগণ দেখতে চায়।

মাহবুবুর রহমান বলেন, অপ্রত্যাশিতভাবে বিরোধীদলের উপর পৌর নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে। এটার দরকার ছিল না। এর মাধ্যমে দেশের চলমান সমস্যার সমাধান হবে না। গোটা জাতি চায় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সবাই বলে এরা সরকারের ক্যাডার বাহিনী এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিনত হয়েছে।

একই আলোচনা সভায় জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রবর্তন করেছে শেখ হাসিনা সরকার। সন্ত্রাসের জননী শেখ হাসিনার সরকারের পতন ছাড়া এ দেশের মাটি থেকে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, এনডিপি’র চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, কৃষক দলের নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test