E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একদলীয় ফ্যাসিবাদের থাবায় বিপর্যস্ত গণতন্ত্র : ফখরুল

২০১৫ ডিসেম্বর ০৬ ১৫:৩৫:৪৭
একদলীয় ফ্যাসিবাদের থাবায় বিপর্যস্ত গণতন্ত্র : ফখরুল

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের গণতন্ত্র এখন নামে বেনামে একদলীয় ফ্যাসিবাদের থাবায় বিপর্যস্ত। ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরঙ্কুশ করার জন্য আজ ক্ষমতাসীনেরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার খেলায় মত্ত। অতীত থেকে শিক্ষা নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আবার বন্দি গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করার সংগ্রামে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আজ কোনো বিকল্প নেই।’

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, ‘১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে সূচিত হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের পুনঃপথচলা। এই দিনে গণতন্ত্রের শত্রুরা পরাজিত হলেও নতুন আবরণে তারা শাসকগোষ্ঠীর সঙ্গে একজোট হয়েছে। বারবার নানা চরিত্রে আবির্ভূত অপশক্তিগুলো গণতন্ত্রকে বিপর্যস্ত করে গণতন্ত্রকে আবারও সংকটের মুখে ঠেলে দিয়েছে।’

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একইসঙ্গে ৮০-এর দশকে দীর্ঘ নয় বছরের স্বৈরাচারবিরোধী ছাত্র-শ্রমিক গণআন্দোলনে আত্মাহুতিদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test