E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

’নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির সুনির্দিষ্ট অভিযোগ নেই’

২০১৫ ডিসেম্বর ০৭ ১৭:১৭:২৭
’নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির সুনির্দিষ্ট অভিযোগ নেই’

কুষ্টিয়া প্রতিনিধি : এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, গণতন্ত্র রক্ষায় পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে না একথা বললেও বিএনপির কাছে এই কমিশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। বরং এই পৌরসভা নির্বাচনে কমিশন তাদের জন্য বাড়তি সুবিধা করে দিয়েছে। সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারনায় অংশ নিতে না পারলেও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে প্রটোকল নিয়ে বিএনপি প্রধান বেগম জিয়া নির্বাচনী প্রচারনায় অংশ নিতে পারবেন। আর বেগম জিয়া নির্বাচনী প্রচারনায় অংশ নিলে লেভেল প্লেয়েনিং ফিল্ড ঠিক থাকবে না।

সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, যারা ক্ষমতায় থাকতে একটি দলের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। এই রকম একটি দল যাদের বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যার অভিযোগ রয়েছে সেই দলের নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

হানিফ বলেন, বাংলাদেশে যদি কেউ ভোটাধিকার হরণ করে থাকে তবে সেই অভিযোগে অভিযুক্ত বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে তারাই ভোটারদেরকে ভোট দিতে বাধা দিয়েছিল। ভোট কেন্দ্র পুড়িয়ে দেয়াসহ হামলা চালিয়ে তারা ১৪৭ জন সাধারণ মানুষকে হত্যা করেছিল।

পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ও জিয়ারখি ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামলীগের নের্তৃবৃন্দরা, ইউপি চেয়ারম্যানগণ, ক্রীড়া সংস্থার সদস্যরা ছাড়াও কলেজের শিক্ষার্থী ও এলাকার ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে জিয়ারখী ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। এ টূর্নামেন্টে ১২ দল অংশ নেয়।

(কেকে/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test