E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল’

২০১৫ ডিসেম্বর ০৭ ১৮:১২:৩৬
‘বিএনপি সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপি সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল। জঙ্গিবাদ নিয়ে দোষারোপের রাজনীতি না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিএনপি সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল। কোনো সন্ত্রাসকে সমর্থন করি না আমরা। অথচ আমাদের বিরুদ্ধে এখন মিথ্যাচার হচ্ছে। যে কোনো জঙ্গিবাদ, উগ্রবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে আমরা অঙ্গীকার বদ্ধ।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। আতাউর রহমান খান ১৯৯১ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি ১৯০৫ সালে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে জন্মেগ্রহণ করেন।

সভায় মওদুদ আহমদ বলেন, গণতন্ত্র না থাকলেই দেশে জঙ্গিবাদের উত্থান হবেই। গণতন্ত্র থাকলে জনগণই তা প্রতিহত করতো।

সরকার ভুল পথে জঙ্গিবাদ মোকাবেলার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, এটি কোনো দলীয় বিষয় নয়, এ নিয়ে দোষারোপের রাজনীতি করা যাবে না। পুলিশ বা অন্য কোনো বাহিনী দিয়েও এটি নির্মূল করা সম্ভব নয়। সবার আগে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

এতে সভাপত্বি করেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আরও বক্তব্য রাখেন আতাউর রহমানের ছেলে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান।


(ওএস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test