E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় জামায়াত সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আ’লীগ প্রার্থীর আপিল

২০১৫ ডিসেম্বর ০৯ ১৭:৫০:৩৭
বড়লেখায় জামায়াত সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আ’লীগ প্রার্থীর আপিল

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জামায়েতে ইসলামী সমর্থিত খিজির আহমদের মনোনয়নপত্র বাতিলের দাবি করা হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী এ দাবি করেছেন। এ দাবিতে মঙ্গলবার মৌলভীবাজারের জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত আবেদন করেছেন।

আপিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী আপিল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে খিজির আহমদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে অভিযোগ করে বলেছেন, খিজির আহমদ মনোনয়নপত্রের হলফনামায় তথ্য গোপন ও অসত্য তথ্য প্রদান করেছেন। জুড়ী ও বড়লেখা থানায় দায়ের করা তিনটি মামলার চার্জশিটের আসামি সত্ত্বেও তা বলেননি। পেশার বিবরণীতে ব্যবসার ধরন উল্লেখ করেননি। অথচ আয়কর রিটার্নে ২ লাখ ৬০ হাজার টাকা আয় দেখানো হয়েছে। দায়-দেনার বিবরণীতেও কিছু বলেননি। গত রোববার (৬ ডিসেম্বর) যাছাই-বাচাইয়ের শেষ দিনে আপত্তি দিলেও রিটার্নিং কর্মকর্তা খিজির আহমদের মনোনয়নপত্র বাতিল করেননি।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের কাজ হচ্ছে আয়কার রিটার্ন দাখিল করেছে কিনা সেটা দেখা। সঠিক কিনা দেখবে আয়কর বিভাগ। আর মামলার বিষয়ে পুলিশের সাথে বসেছিলাম। তাতে তথ্য গোপন বা অসত্য বলার কিছু পাইনি।’ তিনি বলেন, সংক্ষুব্ধ যে কেউ আইনের কাছে যেতেই পারে। আপিল বিভাগ ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা দিব।

(এলএস/এইচআর/ডিসেম্বর ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test