E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না’

২০১৫ ডিসেম্বর ১০ ১৫:০০:৩৯
‘বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না’

কুষ্টিয়া প্রতিনিধি : পৌরসভা নির্বাচনে অবাধ ও সুষ্ঠু হবে না বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

কারণ তাদের জম্মই হয়েছে স্বৈরচারীর মধ্যে, যাদের জন্ম সামরিক ঘরে, তারা যদি গণতন্ত্রের সংগ্যা নতুন করে শিখাতে চায় তাহলে জাতির কাছে হাস্যকর ছাড়া কিছুই না। এদেছে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছে আওয়ামীলীগে, আওয়ামীলীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আওয়ামীলীগকে গণতন্ত্র শিখানোর জন্য কারো প্রয়োজন নেই।

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া চৌড়হাসের “মুক্তি মিত্র স্মৃতিসৌধ” ফলক এর উদ্বোধন অনুষ্ঠানে যোগদেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমরা এই নির্বাচন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ ও সুষ্ট নির্বাচন সে দিক বিবেচনা করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হচ্ছে। আমরা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য।

এ সময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(কেকে/এএস/ডিসেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test