E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খেলা শুরুর আগেই ফাউলের অভিযোগ বিএনপির’

২০১৫ ডিসেম্বর ১৩ ১৪:২৪:২৮
‘খেলা শুরুর আগেই ফাউলের অভিযোগ বিএনপির’

স্টাফ রিপোর্টার : পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে আন্দোলনের ক্ষেত্র তৈরির সুযোগ দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘তফশীল ঘোষণার পরপরই প্রতিদিন বিএনপি একেকটা অভিযোগ করে আসছে। খেলার মাঠে খেলা শুরুই হলো না, আগেই ফাউলের অভিযোগ করে আসছে।’

জাতীয় প্রেস ক্লাবে সাম্যবাদী দল আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় রবিবার দুপুরে তিনি এ সব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না। জনবিরোধী কর্মকাণ্ডে জনগণ তাদের (বিএনপি) প্রত্যাখান করে আসছে। নিজেদের পরাজয়ের আশঙ্কায় তারা নানা অভিযোগ করে আসছে। এটা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। তারা চেষ্টা করছে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলন করা যায় কিনা।’

তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীণ ভাষায় বলে দিতে চাই, নির্বাচনের কমিশনের দায়িত্ব অবাধ সুষ্ঠু নির্বাচন করা। সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। এই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো আন্দোলনের সুযোগ নেই। নির্বাচনকে কেন্দ্র বিভ্রান্তি ছড়িয়ে ভবিষ্যতে আন্দোলন করার পরিকল্পনা বিএনপির মাথায় থাকলে এখনই দূর করার আহ্বান জানাচ্ছি।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর হামলার অশুভ তৎপরতা করে সরকারকে হটানো যাবে না। এটাকে কঠোরভাবে দমন করা হবে। আমরা জানি, কোনো বিভক্ত জাতি তার কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারে না। আর আমাদের অভিশাপ মুক্ত বাংলাদেশ গড়তেও ঐক্য দরকার। মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসীদের সঙ্গে ঐক্য হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সঙ্গে নয়। বিএনপি ইতোমধ্যে নিজেদের যুদ্ধাপরাধীদের দল হিসেবে প্রমাণ করেছে। তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test