E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুর পৌরসভায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী রুমান

২০১৫ ডিসেম্বর ১৩ ১৪:৫৭:১০
শেরপুর পৌরসভায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী রুমান

শেরপুর প্রতিনিধি : শেরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রবিবার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানিয়ে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আগে শেরপুর পৌর টাউন হলে এক সাংবাদিক সম্মেলন করে প্রর্থীতা প্রত্যাহারের ঘোষনা দিয়ে বলেন, দলের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি।

এসয় তিনি লিখিত বক্তব্যে বলেন, বিগত ৫ বছর মেয়র হিসেবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করে আসছি। হয়তো এবার আল্লাহপাক আমার ভাগ্যে রাখেন নাই বিধায় আমি দলীয় মনোনয়ন পাই নাই। তবে দলের অগনিত নেতাকর্মী ও অগনিত পৌরবাসীর অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের কেন্দ্রীয় কমিটি এবং স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য সুহৃদ, গুনগ্রাহী-শুভানুধ্যায়ীদের পরামর্শে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহারের সদ্ধান্ত নিয়েছি।

সাংবাদিক সম্মেলনে সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা যুবলীগ সভাপতি হাবীবুর রহমান হাবীব এসময় তার পাশে ছিলেন।

(এইচবি/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test