E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তানী খেলোয়াড়দের বাংলাদেশে নিষিদ্ধের দাবি

২০১৫ ডিসেম্বর ১৩ ১৬:৩৫:৫৩
পাকিস্তানী খেলোয়াড়দের বাংলাদেশে নিষিদ্ধের দাবি

স্টাফ রিপোর্টার : পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও পাকিস্তানী খেলোয়াড়দের বাংলাদেশের টুর্নামেন্টে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ১৪ দলীয় জোটের শরিক দল তরিকত ফেডারেশন।

রাজধানীর ধানমন্ডিতে রবিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি।

পাকিস্তানের বিষয়ে সরকার নীরব অবস্থান ব্যক্ত করে চলেছে এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব এম এ আউয়াল।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বিগত দিনের আচরণ অত্যন্ত জঘন্য উপায়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর নির্লজ্জ হস্তক্ষেপের সমান। অত্যন্ত দু:খের সঙ্গে বলতে হয়, আমাদের বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আয়োজিত বিপিএল টুনামেন্টে পাকিস্তানের ক্রিকেটারই বেশি। কিন্তু কেন? পাকিস্তানের সঙ্গে দেশের সম্পর্ক সরকারকে পরিস্কার করতে হবে।’

জামায়াত নিষিদ্ধে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এম এ আউয়াল বলেন, ‘জামায়াত এবার বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে। তাহলে কি আমরা মনে করবো সরকারই এই সুযোগ তরান্বিত করেছে। যদি না করে তাহলে জামায়াতকে নিষিদ্ধ করে তা প্রমাণ করুক।’

সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা নজিবুল বশর মাইজভান্ডারী পাকিস্তানের সঙ্গে সকল কুটনৈতিক ও বানিজ্যিক সম্পর্ক ছিন্ন করার, পাকিস্তানী খেলোয়াড়দের বাংলাদেশে খেলা নিষিদ্ধের দাবি জানান।

১৪ দলীয় জোটে থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘১৪ দলে না থাকার কোন কারণ নেই। আমরা আওয়ামী লীগের সঙ্গে আছি। এ ব্যাপারে দ্বিধার কোন কারণ নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে আমাদের থাকতেই হবে।’

১৪ দলের শরিক হিসেবে পৌর নির্বাচনে ছাড় দেওয়া হয়েছে এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ থেকে কোন চাপ ছিল না। শরিক হিসেবেই আমরা ছাড় দিয়েছি। আমরা চাই নির্বাচনী পরিবেশ থাকুক।’

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত বিচার আইনে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে যারা নাশকতা করেছে প্রত্যেকের দ্রুত বিচার আইনে বিচার করা হোক।’

সংবাদ সম্মেলনে আগামী ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি জোরদারের আহ্বান জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়ার সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, যুগ্ম মহাসচিব মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী, জাহানগীর হাসান, সাংগঠনিক সম্পাদক আলী ফারুকী প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test