E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'সরকারের উচিৎ পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া'

২০১৫ ডিসেম্বর ১৪ ১৮:১৬:৪৫
'সরকারের উচিৎ পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া'

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা নিয়ে পাকিস্তান মিথ্যাচার করেছে। সরকারের উচিৎ পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

১৪ ডিসেম্বর সোমবার সকালে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি। এর আগে সকাল সোয়া ১০টার পর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আমরা তাদের ঘৃণা করি। তাদের শাস্তি দাবি করছি। তবে এ বিচার যেন সঠিক যুদ্ধাপরাধীদের হয়। বিচার যেন রাজনৈতিকভাবে করা না হয়।

বাংলাদেশে স্বাধীনতার স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যা অর্জন করেছিলাম তা এখন হারাতে বসেছি। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ তার অধিকারের কথা বলতে পারছে না।

তিনি বলেন, কোনো যৌক্তিক আন্দোলন বিফল হয় না। আজকের এই দিনে শহীদদের স্মরণ করে বলতে চাই তাদের পথ অনুসরণ করে সুসংগঠিত হয়ে আন্দোলন করে গণতন্ত্রকে রক্ষা করবে এ দেশের মানুষ।

এসময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

(ওএস/অ/ডিসেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test