E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জিয়া গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনেন’

২০১৫ ডিসেম্বর ১৫ ১৩:৪৫:৫৯
‘জিয়া গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনেন’

স্টাফ রিপোর্টার : ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধীদের শীর্ষ নেতা গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল, রাজাকার-আলবদর-আলশামস গঠন করে আমাদের মানুষের ওপর নির্মম নির্যাতন করেছে, আমাদের মা-বোনদের ওপর অত্যাচার করেছে, বঙ্গবন্ধু তাদের বিচারের ব্যবস্থা করেছিলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যখন জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসেন, তিনি যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিলেন। শুধু তাই নয়, গোলাম আযম স্বাধীনতার পর প্রথমে পাকিস্তান পালিয়ে যান। সেখান থেকে লন্ডনে গিয়ে তিনি ‘পূর্ব পাকিস্তান পুনর্গঠন কমিটি’ গঠন করে দেশবিরোধী তৎপরতা অব্যাহত রাখেন। তাকেও জিয়াউর রহমান দেশে ফিরিয়ে আনেন।

(ওএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test