E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পৌর নির্বাচনে মাঝপথ থেকে সরে আসবে না বিএনপি’

২০১৫ ডিসেম্বর ১৫ ১৪:৪৯:০৩
‘পৌর নির্বাচনে মাঝপথ থেকে সরে আসবে না বিএনপি’

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌর নির্বাচনের মাঝ পথ থেকে সরে আসবে না বিএনপি।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সকালে আসন্ন পৌরসভা নির্বাচন পরিচালনার জন্য গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘পৌরসভা নির্বাচন পরিচালনার জন্য গঠিত সমন্বয় কমিটির এটি প্রথম বৈঠক। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরিস্থিতি যতটা প্রতিকূলই হোক মাঝপথ থেকে আমরা সরে দাঁড়াবো না। ফল ঘোষণার আগ পর্যন্ত মাঠে থাকবে বিএনপি।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার যতদিন ক্ষমতায় আছে নির্বাচন কমিশন (ইসি) ততদিন কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। ইসির বিরুদ্ধে এমন অভিযোগ থাকলেও এই নির্বাচনে মাঝপথ থেকে সরবে না বিএনপি।’

তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিএনপির পক্ষ থেকে কয়েকটা সেল গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও প্রতিটি বিভাগের আলাদা বিভাগীয় কমিটি। বিভাগীয় কমিটি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন ও কেন্দ্রীয় কমিটি নির্বাচন কমিশনে যোগাযোগ ও কমিশনকে চাপ দেবে।’

পৌরসভা নির্বাচনে কিছু প্রশ্নবিদ্ধ হলেও কিছু কিছু বিধি ভালো হয়েছে উল্লেখ করে মহাসচিব বলেন, ‘বর্তমান কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। আর আসন্ন পৌরসভা নির্বাচন যে সুষ্ঠু হবে সেই স্বাক্ষরও রাখছে না।’

(ওএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test