E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যানার-ফেস্টুনে অন্য কারো ছবি নয় : আশরাফ

২০১৫ ডিসেম্বর ১৫ ১৬:৩৮:৫৮
ব্যানার-ফেস্টুনে অন্য কারো ছবি নয় : আশরাফ

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারো ছবি সম্বলিত রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে না দিতে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের চিঠি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার জেলা সভাপতি ও আহ্বায়কদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যৌথসভায় ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতিদের চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে.....সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে বিভিন্ন ধরণের রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। যাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ছবি থাকছে। অথচ সেখানে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি খুব ছোট আকারে পরিলক্ষিত হচ্ছে। যা দেশের সাধারণ মানুষের নিকট দৃষ্টিকটু।’

‘সুতরাং বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ব্যতীত অন্য কারো ছবি থাকলে সেসব বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার জন্য সারা বাংলাদেশের সব জায়গায় আপনার নেতাকর্মীদের নির্দেশ প্রদানের আহ্বান জানানো হলো,’।


(ওএস/এইচআর/ডিসেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test