E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সীতাকুণ্ডে এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

২০১৫ ডিসেম্বর ১৮ ১১:০১:১৭
সীতাকুণ্ডে এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ড আসনের সরকারদলীয় এমপি দিদারুল আলমের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ (উপজেলা চেয়ারম্যান মামুন গ্রুপ ও সংসদ সদস্য দিদারুল আলম গ্রুপ) একসঙ্গে উপজেলা সদরে জেলা পরিষদ মিলনায়তনে সভা করে। সেখানে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এমপি দিদারুল আলম ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। সভার পেছনে ‘মেয়র প্রার্থী বদিউল আলমের সমর্থনে কর্মী সমাবেশ’ লেখা ‘নৌকা’ প্রতীক ও দলীয়প্রধান শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার টাঙানো ছিল।

সভায় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। সভা শেষে মাইক বাজিয়ে নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলে এমপি দিদারুল আলম নেতৃত্ব দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ডের ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সীতাকুণ্ড পৌর সদরে দলীয় প্রার্থী ও প্রতীকের সমর্থনে এমপি মিছিল ও সভা করার বিষয়টি আমরা জানতে পেরেছি। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রথম দিকে বিষয়টি নজরে আসেনি। পরে জানতে পেরে পুলিশ পাঠিয়ে মিছিলটি পণ্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত হবে। আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে এমপিকে সতর্ক করা হবে।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test