E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁওয়ে বিদ্রোহী মেয়র প্রার্থীর বৈঠকে হামলা

২০১৫ ডিসেম্বর ১৮ ১১:৩৫:৪৯
সোনারগাঁওয়ে বিদ্রোহী মেয়র প্রার্থীর বৈঠকে হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থীর উঠোন বৈঠকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সোনারগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ষোলপাড়া মসজিদের সামনের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় শামীম, আছিয়া, মুন্নি, বাবুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বৈঠকের জন্য আনা চেয়ার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ষোলপাড়া মসজিদের সামনের মাঠে উঠোন বৈঠকে বসেছিলেন জগ প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সাদেকুর রহমান ভূইয়া। অপরদিকে পানাম নগরীর পুলের সামনে নির্বাচনী ক্যাম্পে সভা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ টি ফজলে রাব্বি ও তার লোকজন। ওই সভায় উপস্থিত সোনারগাঁও আসনের প্রাক্তন সংসদ কায়সার হাসনাত আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে ঘোষণা দেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে যেখানেই সমাবেশ হবে, সেখানেই প্রতিহত করা হবে। সভা শেষে রাত সাড়ে ৭টার দিকে রাব্বির নেতৃত্বে একটি মিছিল নিয়ে যাওয়ার সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে ছালাম, তাইজুল, শফিকসহ ৪০-৫০ জনের একটি দল সাদেকুর রহমান ভূইয়ার উঠোন বৈঠকে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়েছে। হামলাকারীরা মেয়র প্রার্থী সাদেকুরকে অবরুদ্ধ করে রাখে। হামলাকারীরা বৈঠকের চেয়ারও ভাঙচুর করে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়র প্রার্থী সাদেকুরকে উদ্ধার করে। সাদেকুরের ওপর হামলার খবর পেয়ে তার সমর্থকরা জড়ো হতে থাকলে হামলাকারীরা চলে যায়।

আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সাদেকুর রহমান ভূইয়া জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ টি ফজলে রাব্বির নির্দেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ টি ফজলে রাব্বির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

সোনারগাঁ থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ওই সময় দৌড়াদৌড়িতে কেউ আহত হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোনারগাঁও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কোনো প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অধিকার কারো নেই।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test