E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সেলিম ওসমানের সাহায্যে 

২০১৫ ডিসেম্বর ১৮ ১৫:৩৬:৫৩
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সেলিম ওসমানের সাহায্যে 

নারায়নগঞ্জ প্রতিনিধি : শহরের ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে চাঁদমারি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শুক্রবার সকাল ১১টায় সংসদ সদস্য সেলিম ওসমান প্রেরিত অনুদান চাঁদমারিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম পরিচালিত স্বপ্নডানা প্রাক প্রাথমিক বিদ্যালয়ে বিতরন করা হয়।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে পুরুষদের জন্য ৩০টি শীতের শাল, নারীদের জন্য ৩০টি শাড়ি, শিশুদের জন্য ৫০ প্যাকেট গুড়ো দুধ এবং ৫০টি পরিবারের প্রতি পরিবারকে নগদ ১৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।

সংসদ সদস্য সেলিম ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হক ও বিকেএমইএ এর সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক উপস্থিত থেকে সেলিম ওসমানের প্রেরিত অনুদান বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম।

গত ১৬ ডিসেম্বর রাতে চাঁদমারি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫০টি পরিবারের বসতবাড়ি ভূস্মিভূত হয়ে যাওয়ার পর থেকে স্বপ্নডানা স্কুলে আশ্রয় নিয়ে ছিল ক্ষতিগ্রস্থ পরিবার গুলো। অগ্নিকান্ডের পর সংসদ সদস্য সেলিম ওসমানই প্রথম ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এদিকে সেলিম ওসমানের অনুদান পেয়ে আশার সঞ্চার হয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে। শিশুদের খাবার ও শীত নিবারনের জন্য শাল পেয়ে হাসি ফুটতে শুরু করেছে ক্ষতিগ্রস্থদের মাঝে।

শীতবস্ত্র ও টাকা বিতরন কালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেন, সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নারায়ণগঞ্জের উন্নয়নের তিনি বন্দরের মদনগঞ্জের শান্তিরচরে নীট পল্লী স্থাপনের উদ্যোগ নিয়ে ছিলেন। বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর নীটপল্লীর নামে ৭৫ একর জমি রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি জমি গুলোও রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। নীটপল্লী স্থাপিত হলে নারায়ণগঞ্জ ও বন্দরের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। আমরা সব সময় উন্নয়ন মূলক কাজে সহযোগীতা জন্য প্রস্তুত রয়েছি। সেই সাথে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোরও পাশে দাড়াবো।

(বিডি/এইচআর/ডিসেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test