E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নির্বাচনী শো-ডাউনে বাস ভাংচুর, প্রার্থীকে শোকজ

২০১৫ ডিসেম্বর ২১ ১১:২৯:২১
নির্বাচনী শো-ডাউনে বাস ভাংচুর, প্রার্থীকে শোকজ

গাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জে পৌর নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থীর শো-ডাউন চলাকালে ঐশ্বর্য্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। পৌর সদরে রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটা এই ঘটনায় বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী আতাউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং অফিসার।

গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরক সিনেমা হল মোড় এলাকায় বা্স ভাংচুরের ঘটনা ঘটে। আতাউর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, মেয়র প্রার্থী আতাউর রহমান সরকারের নৌকা মার্কার পক্ষে রবিবার সন্ধ্যার দিকে একটি শো-ডাউন বের করে তার সমর্থকরা। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী ঐশ্বর্য্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ- ৯৮৩৯) হীরক সিনেমা হল মোড়ে পৌঁছলে শো-ডাউন থেকে কয়েকজন অতর্কিতভাবে বাসটিতে হামলা চালায়। এ সময় তারা বাসের সামনে, পিছনে ও দুই পাশের জানালার গ্লাস ভেঙ্গে ফেলে।

বাসের সুপারভাইজার জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করেই শো-ডাউন থেকে কয়েকজন লোক বাসে হামলা চালান। এতে বাসের বেশ কিছু গ্লাস ভেঙে যায় এবং বাসে থাকা ৬-৭ যাত্রী আহত হন।

তবে শো-ডাউনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, শান্তিপূর্ণ প্রচারণাকালে বাসটি ভেতরে শো-ডাউনের ঢুকে পড়ে। এ সময় কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। এ ঘটনায় শো-ডাউনে অংশ নেওয়া লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটিতে হামলা চালায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামাণিক ও সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস আলমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস আলম দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শো-ডাউন করার অভিযোগে মেয়র প্রার্থী আতাউর রহমান সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২১,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test