E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধার ৪৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

২০১৫ ডিসেম্বর ২৯ ১৫:৪৯:৫৫
গাইবান্ধার ৪৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার তিন পৌরসভার ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধা পৌরসভায় ২৯টি, সুন্দরগঞ্জ পৌরসভায় ৪টি ও গোবিন্দগঞ্জ পৌরসভায় ১৪টি। জেলা নির্বাচন সুত্র থেকে জানা গেছে, গাইবান্ধা পৌরসভায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৯টি। এরমধ্যে ২৯টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। সুন্দরগঞ্জ পৌরসভায় ৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে চারটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ।

এছাড়া গোবিন্দগঞ্জ পৌরসভায় ১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে তিন পৌরসভার ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূত্রে জানা গেছে, গাইবান্ধার ৩ পৗরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রতিটি ভোটকেন্দ্রে ১৯ জন পুলিশ ও আনসার সদস্য থাকবেন।

এছাড়া তিন কেন্দ্র মিলে একজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এরই মধ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সোমবার দুপুর থেকে তিন পৌর এলাকায় বিজিবি দায়িত্ব পালন করছে।


(আরআই/এএস/ডিসেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test