E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে নির্বাচনী সহিংসতায় আহত ২৭

২০১৫ ডিসেম্বর ৩০ ১৬:৪৪:১১
মৌলভীবাজারে নির্বাচনী সহিংসতায় আহত ২৭

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে ৪ পৌরসভায় চলছে ভোট গ্রহণ। ইতিমধ্যে ৪টির মধ্যে ৩ টি পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই, সাংবাদিকদের ওপর হমালা, কেন্দ্র দখলের চেষ্ঠা করেছে মেয়র প্রার্থীরা।

বিকেল ৪টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত কমলগঞ্জ ছাড়া মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা পৌরসভার কয়েকটি ভোট কেন্দ্রে সংঘর্ষে ২৭ জন কর্মী ও ৪ জন সাংবাদিক আহত হয়েছে। নাকশতা এড়াতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর পৌরসভা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এস আই সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় ব্যালট পেপার ছিনতাইর ছবি তুলছে গিয়ে দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আব্দুল হামিদ মাহবুব, বেসরকারি এস এ টিভির সাংবাদিক পান্না দত্ত, সময় টিভির অলিউর রহমান ও এবং বাংলানিউজের ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান রাহেল লাঞ্ছনার শিকার হন। এছাড়া ব্যালট পেপার ছিনতাইয়ের ফুটেজ ধারণ করতে গেলে ব্যালট ছিনতাইকারীরা ধাক্কা দিয়ে কয়েকজন সাংবাদিককে মাটিতে ফেলে দেয়।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর কর্মীরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় এসআইসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রটিতে ভোটগ্রহণ চলছে বলেও জানান ওসি।

এছাড়াও টাউন কামিল সিনিয়র মাদ্রাসায় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় প্রিজাইডিং অফিসার ও ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া পালানোর সময় ৭৫টি ব্যালট পেপার ছিনতাইকারীদের হাত থেকে পড়ে যায়।

এ বিষয়ে রিটার্নিং অফিসার জসিম উদ্দিন মাসুদ বলেন, বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে ব্যালট পেপার ছিনতাই করে। এতে ছিনতাইকারীদের সঙ্গে আমাদের হাতাহাতির সময় ৭৫টি ব্যালট পেপার তাদের হাত থেকে পড়ে যায়। মৌলভীবাজার পৌরসভায় বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ চলছে।

এদিকে কাশিনাত হাইস্কুল অ্যান্ড কলেজে বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুরসহ সাদিক আহমেদ নামে এক কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।

বড়লেখা: বড়লেখা পৌরসভার মাদ্রাসা ভোটকেন্দ্র, বড়লেখা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র, গাজীটেকা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থককরা। এতে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এছাড়াও সকালে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদের এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয় নির্বাচন কমিশন।

কুলাউড়া: কুলাউড়া পৌরসভার জয়পাশা ভোট কেন্দ্র দখলের চেষ্ঠা করেছিল বহিরাগতরা। এ সময় স্থানীয়দের তোপের মুখে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণধোলাইয়ে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

সকালে কমলগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আবু ইব্রাহীম জমসেদের ছোটভাই জুনেদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার জানান, কিছু কিছু কেন্দ্র দখলের চেষ্ঠা করা হয়েছিল কিন্তু পুলিশের তাদের প্রতিরোধ করেছে।

(একে/এএস/ডিসেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test