E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাতবার্ষিকী

নির্দলীয় সরকারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২০১৪ মে ৩০ ১২:১৫:১৯
নির্দলীয় সরকারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্ট : শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নির্দলীয় সরকারের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

শহীদ জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের সু-বুদ্ধির উদয় হলে নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।’ তিনি সারাদেশে গুম, খুন, অপহরণের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্ববান জানান।

এদিকে, রাজধানীর শেরে-বাংলানগর জিয়ার সমাধিতে ফুল দিতে এসে বৃষ্টিতে কাকভেজা অবস্থায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছেন দলের নেতা-কর্মীরা।

শহীদ জিয়ার সমাধিতে খালেদা জিয়া ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষ হলে, তিনি রাজধানীর বেশ কয়েকটি স্থানে গরীব ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনাম আহম্মেদ চৌধুরী, ড. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহম্মেদ আজম খান।

এছাড়া ১৯ দলের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানসহ সহযোগি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/মে ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test