E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি’র আয়ুষ্কাল শেষ, তাই ভাঙ্গন নিশ্চিত’

২০১৬ জানুয়ারি ০৮ ১৪:৩৫:০২
‘বিএনপি’র আয়ুষ্কাল শেষ, তাই ভাঙ্গন নিশ্চিত’

মাদারীপুর প্রতিনিধি : মাওলানা আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একাংশ ২০ দলের সাথে সম্পর্ক ছিন্ন করায় বিএনপি’র ভাঙ্গন নিশ্চিত বলে মন্তব্য করেছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে অবস্থিত চৌধুরী ক্লিনিকের নব নির্মিত ভবনের বর্ধিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

নৌমন্ত্রী আরো বলেন, যেকোন দলের ঐক্য ঘটলে সেটা আর্দশবিহীন হতে পারে না। বিএনপি-জামাত ৭১’এর খুনী। তাদের একাত্ত্বতা থাকার কোন কারণ নেই। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপি’র দল প্রতিষ্ঠিত হওয়ায়, তাদের ভাঙ্গণ হবে। ২০ দল যার যার স্বার্থ নিয়ে একত্ত্বিত হয়েছিল, ক্ষমতায় এসে লুটপাট-জঙ্গিবাদ করবে কিন্তু তাদের আয়ুস্কাল শেষ হয়ে গেছে।

মন্ত্রী আরো বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধীর বাঁচাতে ব্যর্থ হয়েছে সে কারণেই তাদের ২০ দলীয় জোট ভাঙবে। স্বাধীনতার পরে সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীর তালিকা করা হয়েছিল। পর্যায়ক্রমে দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্ল্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, চৌধুরী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী প্রমুখ।

পরে মন্ত্রী লেকের সৌন্দয্য বর্ধণের কাজ পরিদর্শনসহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

(এএসএ/এএস/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test