E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়’

২০১৬ জানুয়ারি ১৮ ১৯:০৯:৩২
‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দক্ষিনাঞ্চলের উন্নয়ন হয়’

বাগেরহাট প্রতিনিধি : আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাগেরহাটসহ অবহেলিত দক্ষিনাঞ্চলের দৃশ্যমান উন্নয়ন হয়। এই অঞ্চলের উন্নয়নের জন্য কারুর মুখের দিকে তাকিয়ে থাকতে হয়না।

আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকলে মেগা প্রকল্প পদ্মা সেতু, খানজাজাহান আলী বিমান বন্দর, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, মংলা বন্দরের উন্নয়নসহ সব প্রকল্প বন্ধ করে দেয়। আওয়ামী লীগকে ক্ষমতায় এসে এসব প্রকল্প আবারও শুরু করতে হয়।

সোমবার দিনভর বাগেরহাটে মোল্লাহাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেছেন বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন এমপি। বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শুধু উন্নয়নই নয়,- জাতির শ্রেষ্ট সন্তান অসচ্ছল মুক্তিযোদ্ধা, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধিরা ভাতাসহ ভূমিহীন- আশ্রয়হীনরা জমি ও বাড়ি পান। এসব খেটে খাওয়া, দুস্থ, অসহায়-ছিন্নমুল মানুষেরও ভাগ্যের প্রকৃত উন্নয়ন ঘটে।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এসে সকালে এমপি শেখ হেলাল প্রথমে ১০ কোটি টাকা ব্যায়ে মোল্লাহাট কাহালপুরে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র, কাহালপুর আলীম মাদ্রাসা ভবন, মোল্লাহাট ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবন, একটি বাড়ি, একটি খামারের ভবন উদ্বোধন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের অনুদানের চেক ও কম্বল বিতরন করেন। দুপুরে তিঁনি ফিতা কেটে প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে মোল্লাহাট উপজেলা ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীতকরনসহ নবনির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও রুগীদের খোঁজ খবর নেন।

হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটে সিভিল সার্জন ডা. অরুন কুমার মন্ডল, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিকালে তিনি মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রী কলেজ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শেখ হেলাল ফুটবল টুর্ণামেন্টে’ এর ফাইনাল খেলা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারন করেন। ফাইনাল খেলায় আটজুড়ী ফুটবল একাদশ ৩-০ গোলে কাহালপুর মনসুর স্মৃতি স্পেটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

(একে/এএস/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test