E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি সংকট তৈরী করতে চেয়েছিল

২০১৪ মে ৩১ ১৪:৫৫:৫১
বিএনপি সংকট তৈরী করতে চেয়েছিল

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে সাংবিধানিক সংকট তৈরী করতে চেয়েছিল।

শনিবার দুপুরে ঢাকা বারের বড় টিনসেড মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটি অপরাধের কিছু না। এনিয়ে প্রশ্ন করার কোন সুযোগও নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজনও নির্বাচিত হতে পারে, ১০০ জনও হতে পারে। সংবিধানে এ নিয়ে কোন বিধি নিষেধ নেই।

তিনি সংবিধান প্রনেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন। আমি জানতে চাই যারা গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সঠিক কাজ করেছেন, নাকি যারা নির্বাচনে অংশগ্রহণ না করে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল তারা সঠিক কাজ করেছে?

বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি-মণ্ডলীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।

(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test