E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে কোনো সংলাপ নয়’

২০১৬ জানুয়ারি ২২ ১৫:২৩:৫৯
‘সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে কোনো সংলাপ নয়’

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা যারা চালায়, তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।

শুক্রবার সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা আবারও নাকচ করে দিয়ে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, পৃথিবীর কোনো দেশে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনা করে লাভ হয় না। সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা যারা চালায়, তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।

বিগত বিএনপি সরকারের মূর্খতার কারণে বাংলাদেশ ২০ বছর পিছিয়ে গেছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, যখন বাংলাদেশের সমুদ্রের নিচ দিয়ে সাইবার ক্যাবল স্থাপনের কথা হয়, তখন তারা তথ্য পাচারের ভয়ে সাইবার ক্যাবল স্থাপন করতে দেয়নি। বর্তমান সরকারকে বিজ্ঞানমনস্ক। এখন সব কিছুই প্রযুক্তিনির্ভর। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধবও, সরকার তাই শিক্ষার উন্নয়নে সব করছে।

বিএনপির যে কোনো আন্দোলন মোকাবেলায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান কামরুল ইসলাম।

সাভার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যা, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফকরুল আলম সমর, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাসুদ খাঁন রানা, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য আইয়ুর আলী, যুবলীগ নেতা কাউয়ুম, তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test