E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন শুরু

২০১৬ জানুয়ারি ৩০ ১৮:০৮:৪৬
লোহাগড়ায় জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন শুরু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : জাতীয় কৃষক সমিতির দু’দিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় কৃষক সম্মেলন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্লার মাঠে শুরু  হয়েছে। শনিবার ৩০ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, সংগঠনের পতাকা উত্তোলন করেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। এসময় মঞ্চে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কৃষক নেতা নুরুল হাসানের সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন-এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি কমরেড বিমল বিশ্বাস, কৃষক নেতা আনিসুর রহমান মল্লিক, কৃষক নেতা মাহামুদুল হাসান মানিক ও শেখ হাফিজুর রহমান-এমপি। সভা পরিচালনা করেন কৃষক নেতা মনোজ সাহা।

প্রধান অতিথি রাশেদ খান মেনন-এমপি বলেন, বিএনপি’র গণবিরোধী কার্যকলাপের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে হবে। বিএনপি’র কার্মকান্ড কৃষক শ্রমিক মেহনতী মানুষের পরিপন্থি। তারা আন্দোলনের নামে মানুষের জানমালের ক্ষতি সাধন করছে। একই সাথে জঙ্গিবাদ মৌলবাদের পৃষ্টপোষকতা করছে। কৃষক খেজমুরদের সংগঠিত হয়ে এর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। একই সাথে এ সম্মেলন থেকে “৭১ সালের যুদ্ধাপরাধীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিসহ যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের সমূলে বিনাশের শপথ নিতে হবে।

উদ্বোধনী বক্তব্যে ফজলে হোসেন বাদশা-এমপি বলেন, জাতীয় কৃষক সমিতি কৃষকের ন্যায্য দাবি-দাওয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে গ্রামে-গঞ্জে শক্তভিত গড়ে তুলতে হবে। সমস্ত শোষনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামাত জোট সরকার এদেশের ১৭জন কৃষককে গুলি করে হত্য করেছিল। তারা কৃষকের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল।কিন্তু পারেনি। ফসলের লাভজনকমূল্য, সার কীটনাশক ও আধুনিক কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতাসহ কৃষকের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ে কৃষকদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। তাই জাতীয় কৃষক সমিতির ৫দফা দাবি পক্ষে কৃষক খেতমজুরদের সংগঠিত করতে হবে।

সম্মেলনে সারাদেশ থেকে ৫০টি জেলার সাত হাজার কৃষক বাদ্যযন্ত্র সহকারে সম্মেলনে সমাবেত হয়। উদ্বোধনী সমাবেশ শেষে স্থানীয় একটি বিনোদন কেন্দ্রে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন শুরু হয়। আগামীকাল রবিবার দুপুরে কাউন্সিল অধিবেশন শেষ হবে। কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে ৭শত কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করেন।

(আরএম/এএস/জানুয়ারি ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test