E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুক্তিযুদ্ধ নিয়ে যত বিতর্ক হবে, ততই সত্য বেরিয়ে আসবে’

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৪:০৯:৫৭
‘মুক্তিযুদ্ধ নিয়ে যত বিতর্ক হবে, ততই সত্য বেরিয়ে আসবে’

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে যত বিতর্ক হবে, ততই সত্য বেরিয়ে আসবে। এর মাধ্যমে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা বের হয়ে আসবে।

মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা আছে বলেই এ নিয়ে বিএনপির নেতা-কর্মীরা কথা বললে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন দলটির দায়িত্বশীল এই নেতা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কেবল একদলীয় রাজত্বেই গবু চন্দ্র মন্ত্রীরা বিরোধী দল এবং নেতানেত্রী সম্পর্কে দিনরাত অষ্টপ্রহর হুমকি আর কুশ্রাব্য কথা বলতে পারেন। এ বিষয়ে ভোটারবিহীন সরকারের মন্ত্রী ও শাসক দলের নেতাদের প্রতিযোগিতায় সবচাইতে এগিয়ে আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার প্রতিদিনের বক্তব্য-বিবৃতি পড়লে মনে হয় যে, বিএনপি ও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলতে পারার ওপরই তার মন্ত্রিত্ব নির্ভর করছে।

’৭৫ পূর্ববর্তী সময়ে জাসদের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে এ দেশে প্রথম জঙ্গিবাদের উৎপত্তি হয়েছে বলেও দাবি করেন রিজভী আহমেদ।

তিনি বলেন, ওসামা বিন লাদেনের আবির্ভাবের আগে জঙ্গিবাদের যে স্বরূপ দেশ ও বিশ্ববাসী প্রথম দেখেছে তা হলো, সত্তর দশকের প্রথমার্ধে হাসানুল হক ইনুদের গণবাহিনীর সহিংস তাণ্ডব। সেই সময়ে হাসানুল হক ইনুর আচরণ ছিল লাদেন-জাওয়াহেরি ও শায়খ আব্দুর রহমানদের সমতুল্য। এখন ইনু সাহেব তার নিহত কর্মীদের ঘাতকদের সঙ্গে ক্ষমতার ডালে বাদুরঝোলা হয়ে ঝুলতে গিয়ে শুধু সেই সময়ের নিহত জাসদের কর্মীদের আত্মাকেই অপমান করেননি, সঙ্গে সঙ্গে গণতন্ত্রকেও গ্রাস করে নিতে এখনো প্ররোচকের ভূমিকা পালন করে যাচ্ছেন।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, অচিরেই দেশে গণতন্ত্র হত্যা, বিরোধী দলের নেতা-কর্মীদেরকে নিধন, বিচারবহির্ভূত হত্যার ইন্ধনদাতা হিসেবে মানুষের আদালতে যাদের বিচার হবে তাদের মধ্যে হাসানুল হক ইনু ও বিচারপতি খায়রুল হকরা ওয়েটিং লিস্টে থাকবেন না, ফাইনাল লিস্টেই থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test