E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়া দেশের উন্নয়ন চান না’

২০১৬ ফেব্রুয়ারি ০৩ ১৩:৫৬:২৩
‘খালেদা জিয়া দেশের উন্নয়ন চান না’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া দেশের উন্নয়ন চান না।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘উন্নয়নের রাজনীতি- জননেত্রী শেখ হাসিনার নীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানান তিনি। সভাটির আয়োজন করে ‘আমরা নগরবাসী’ নামে একটি সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া দেশের উন্নয়ন চান না। আজকে যখন পদ্মাসেতুর পাইলিংয়ের কাজ এগিয়ে যাচ্ছে, তখন তিনি বলছেন, এই সরকার পদ্মাসেতু করতে পারবে না। এর মানে, তিনি দেশের উন্নয়ন চান না। দেশ এগিয়ে যাচ্ছে, এটি তার কাম্য না। তার দল দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে তারাই বিতর্কিত করতে চান, যারা মুক্তিযুদ্ধকে ‘গন্ডগোল’ হিসেবে দেখেন। তারাই একাত্তরকে ‘গন্ডগোলের বছর’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

এ সময় তিনি শুধু খালেদা জিয়াকে নয়, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যকারীদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

তিনি বলেন, জাতীয় প্রশ্নে ভারত, আমেরিকা, ইউরোপের দেশগুলোর সবদল একমত হয়। আমরাও সেই রাজনীতি চাই। কিন্তু একটা গোষ্ঠী তা চায় না। তাই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের রাজনীতি থেকে সরে যেতে হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test