E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে মৃত মংলা বন্দরকে সচল করেছে’

২০১৬ ফেব্রুয়ারি ০৬ ১৮:৩৮:৩৮
‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে মৃত মংলা বন্দরকে সচল করেছে’

বাগেরহাট প্রতিনিধি : বিএনপি জামায়াত জোট সরকার দক্ষিণাঞ্চলের কোন উন্নয়ন করেনি। এ অঞ্চলের মানুষকে খালেদার জিয়ার  পছন্দ হয়না, তাই তাদের আমলে মংলা বন্দর মুখ থুবড়ে পড়েছিল।

বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মৃত মংলা বন্দরকে সচল করা হয়েছে। এখন মংলা বন্দর দিয়ে আমদানী পন্যের ৪০ শতাংশ খালাশ করায় এই বন্দর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখন অবহেলিত দক্ষিনাঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখে। শনিবার দুপুরে বাগেরহাটে চিতলমারী উপজেলা পরিষদ আয়োজিত বিভিন্ন অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর ভাতিজা বাগেরহাট- আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এ কথা বলেন।

শেখ হেলাল এমপি আরও বলেন বিশ্বব্যাংক পদ্মা সেতুর নির্মানে অর্থ বরাদ্দ ফিরিয়ে নিয়েছে খোড়া অজুহাত দেখিয়ে। ড.ইউনুসকে একটি ব্যাংকের এমডি করার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। সরকার তা না করায় বাংলাদেশকে অর্থ সহায়তা বন্ধ করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দৃড়তায় আজ জনগনের টাকায় পদ্মা সেতুর কাজ দৃশ্যমান। আগামী ২০১৮ সালের মধ্যেই স্বপ্নের এই সেতু দিয়ে দক্ষিনাঞ্চলের মানুষ দ্রুত রাজধানী ঢাকায় যেতে পারবে। পদ্মা সেতুর মধ্য দিয়ে গোটা দক্ষিনাঞ্চলের অর্থনৈতিক চিত্রই পাল্টে যাবে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, ভাইস চেয়ারম্যান রাশেদুল পুকুল প্রমুখ।

অনুষ্ঠানে চিতলমারী উপজেলায় বয়ষ্কদের ১ কোটি ৮৬ লাখ ৬২ হাজার টাকা ভাতা, বিধবা ভাতা ৮১ লাখ ৭৯ হাজার, প্রতিবন্ধি ভাতা ৪৩ লাখ ৩২ হাজার , মুক্তিযোদ্ধাদের অনুদান ৭ লাখ ৬৩ হাজার, কৃতি শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ৪৪ হাজার, দুস্থদের মাঝে ২২শ’টি কম্বল ও কৃষকদের মাঝে ৮টি পাওয়ার টিলার হস্তান্তর করেন।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test