E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তারেক রহমানের নিজস্ব কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই

২০১৪ জুন ০১ ১৭:৩৯:২২
তারেক রহমানের নিজস্ব কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা ব্লগ নেই। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই তথ্য জানান।

তিনি বলেন, তারেক রহমানের নামে ফেসবুকে এক বা একাধিক অ্যাকাউন্ট (ফেইক) খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টগুলো থেকে কোনো বক্তব্য বা কোনো কিছু প্রকাশিত হলে তারেক রহমানের বা বিএনপির বলে বিবেচিত হবে না।

তবে তারেক রহমানের একটি ওয়েবসাইট রয়েছে বলে জানা যায়। সেটির ঠিকানা হচ্ছে- http://www.tariquerahman.net/

গুগেল সার্চ ইঞ্জিনে, tareque rahman website লিখে সার্চ দিলে তারেক জিয়ার এই ওয়েবসাইটটি সার্চ রেজাল্টের প্রথমেই পাওয়া যায়। The Official Site of Tarique Rahman নামে সাইটটির হেডিং দেখায়।

তারেক রহমানের ওয়েবসািইটে ফেসবুক লিঙ্ক

তারেক রহমানের নিজস্ব এই ওয়েবসাইটেই তার একটি ফেসবুক অ্যাকাউন্টের লিংক দেয়া আছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে লাইকের সংখ্যা ৩৬৮,৮০৮।

মির্জা ফখরুল তার বক্তব্যে বলেছেন, তারেক রহমানের নামে কোনও ফেসবুক বা ব্লগ নেই। কিন্তু, তারেক রহমানের ওয়েবসাইটের বিষয়ে তিনি কোনও আলোকপাত করেন নি।

ওয়েবসাইটে সাজেস্ট করা ফেসবুক পেইজ

উল্লেখ্য, কোনো ব্যক্তি ফেসবুক পেইজ খুলতে চাইলে তাকে অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী হতে হবে। তবে অন্য কেউও খুলে থাকতে পারে এই অ্যাকাউন্ট। কিন্তু নিজস্ব ওয়েবসাইটে কেউই নিজের ফেসবুক পেইজ ছাড়া অন্য দ্বারা পরিচালিত ফেসবুক পেইজের লিঙ্ক সাধারণত দেয় না।

(ওএস/এটিআর/জুন ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test