E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ার ১১ ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী চুড়ান্ত

২০১৬ ফেব্রুয়ারি ১৬ ১৬:৩৯:১৫
কুষ্টিয়ার ১১ ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী চুড়ান্ত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগ।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, কেন্দ্রের নির্দেশনা মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যদিয়ে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনীত করা হয়েছে। ওয়ার্ড ও ইউনিয়নের নেতাদের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নিশ্চিত করা হয়েছে। তালিকা ঢাকায় পাঠানো হয়েছে।

কেন্দ্রে যে নামের তালিকা পাঠানো হয়েছে সেই তালিকায় বর্তমান চেয়ারম্যানের অনেকের ঠাঁই হয়েছে। কপাল পুড়েছে বেশ কয়েকজনের। তবে যেসব নেতার নাম মনোনীত করে পাঠানো হয়েছে তাদের সবাই আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতা। স্ব-স্ব এলাকায় তারা জনপ্রিয়। এলাকার নেতা-কর্মীরাও তাদের পক্ষে প্রাথমিক রায় দিয়েছে। কোন বির্তকিত নেতার নাম তালিকায় স্থান পাইনি বলে দলীয় সূত্র জানিয়েছে।

মিরপুর উপজেলা ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নির্বাচনী বর্ধিত সভায় উপস্থিত দলের নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে একক চুড়ান্ত প্রার্থীরা হলেন-

সদরপুর ইউনিয়ন : মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হকের নাম সুপারিশ করা হয়েছে। রবিউল সাবেক চেয়ারম্যান। এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে।

আমলা ইউনিয়ন : এই ইউনিয়নে মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথার নাম সুপারিশ করা হয়েছে। সর্বশেষ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।

কুর্শা ইউনিয়ন : চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের বেশ কয়েকজন নেতা। তৃণমুলের মতামতের ভিত্তিতে কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নানের নাম সুপারিশ করা হয়েছে।

মালিহাদ ইউনিয়ন : সার্বিক বিবেচনায় যোগ্য হওয়ায় মালিহাদ আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেনের নাম সুপারিশ করা হয়েছে।

ছাতিয়ান ইউনিয়ন : ছাতিয়ান ইউনিয়নে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাসকে একক প্রার্থী হিসেবে সুপারিশ করেছে উপজেলা ও জেলা আওয়ামীলীগ।

বহলবাড়িয়া ইউনিয়ন : এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানসহ বেশ কয়েকজন নেতা প্রার্থীতার তালিকায় ছিলেন। ইউনিয়ন পর্যায়ের নেতাদের মতামতকে প্রাধান্য দিয়ে মিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল রানার নাম একক প্রার্থীর তালিকায় উঠেছে।

তালবাড়িয়া ইউনিয়ন : এই ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হান্নান মন্ডলকে প্রার্থী হিসেবে সুপারিশ করেছে বর্ধিত সভা।

ফুলবাড়িয়া ইউনিয়ন : ফুলবাড়ীয়া ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তালিকায় স্থান পেয়েছে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজি আব্দুস সালাম।

আমবাড়িয়া ইউনিয়ন : এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমবাড়ীয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল। তাকেই আবারো মনোনয়ন দেয়া হয়েছে।

বারুইপাড়া ইউনিয়ন : স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা প্রার্থীতার তালিকায় থাকলেও শেষ পর্যন্ত তৃণমূল ও বর্ধিত সভার মূল্যায়নে মনোনয়নের তালিকায় স্থান পেলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শফিকুল ইসলাম মন্টু।

পোড়াদহ ইউনিয়ন : মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু। তিনি বর্তমান চেয়ারম্যান। ইউনিয়ন পর্যায়ের বৈঠকে একক প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু নাম প্রস্তাব করায় বর্ধিত সভা তার নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী বলেন, কেন্দ্রের নির্দেশনা মেনে মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থীর নাম চুড়ান্ত করে ঢাকায় পাঠানো হয়েছে। সবার মতামত নিয়ে সুন্দরভাবে একক প্রার্থী চুড়ান্ত করে আমরা পাঠিয়েছি।

(কেকে/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test