E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াত গণতন্ত্রের শত্রু’

২০১৬ ফেব্রুয়ারি ১৭ ১৪:৩৩:২৮
‘বিএনপি-জামায়াত গণতন্ত্রের শত্রু’

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিকৃত উচ্চারণকারীরা ভাষার শত্রু আর বিএনপি-জামায়াত গণতন্ত্রের শত্রু। এদের কঠোরভাবে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশের সাবলীল অগ্রগতি ব্যাহত হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বলে এসব কথা বলেন তিনি।

‘ভাষা আন্দোলন এবং কমরেড মোহাম্মদ তোয়াহার ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)।

সভার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বায়ান্ন, একাত্তর এবং নব্বইয়ের গণঅন্দোলনকে যারা অস্বীকার করে, তারা দেশ, সংস্কৃতি এবং ধর্মের শত্রু। তাদের পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে সেখানে চলে যাওয়া উচিৎ।

কমরেড তোয়াহার স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ তোয়াহা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ভাষা আন্দোলনকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তাদের অন্যতম।

‘বাংলাদেশের মুক্তি সংগ্রামেও তোয়াহার ভূমিকাকে অস্বীকার করার কোনো উপায় নেই।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দলের পলিট ব্যুরো সদস্য এম গণি, ন্যাপের সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test