E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামিনে মুক্তি পেলেন গাজীপুরের মেয়র এমএ মান্নান

২০১৬ মার্চ ০২ ১৩:৫৭:০২
জামিনে মুক্তি পেলেন গাজীপুরের মেয়র এমএ মান্নান

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র অধ্যাপক এমএ মান্নান জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার সকালে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে জামিনে মুক্তি পান তিনি।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কারাগার পার্ট-২২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, মঙ্গলবার রাতে কারাগারে এমএ মান্নানের জামিনের কাগজপত্র এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে বুধবার সকালে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

এর আগে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা-জয়দেবপুর সড়কের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ ও শিশুসহ ৫ যাত্রী দগ্ধ হওয়ার ঘটনায় এমএ মান্নানসহ ৩৯ জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ।

এছাড়া তার বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বারিধারার ৬ নম্বর রোডের বাসভবন থেকে এমএ মান্নানকে গ্রেফতার করে পুলিশ।

এসব মামলায় ‍অভিযুক্ত হওয়ায় সিটি করপোরেশনের মেয়র পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

(ওএস/এএস/০২ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test