E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সিদ্ধান্তহীনতা সরকারের ঘাড়ে চাপিয়ে স্বস্তি খুঁজছে বিএনপি’

২০১৬ মার্চ ০৩ ১৭:০৯:৩২
‘সিদ্ধান্তহীনতা সরকারের ঘাড়ে চাপিয়ে স্বস্তি খুঁজছে বিএনপি’

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি কাউন্সিল করবে কিনা, করলে কোথায় করবে, এ ধরনের সিদ্ধান্তহীনতা সরকারের ঘাড়ে চাপিয়ে স্বস্তি খুঁজছে বিএনপি।

কুষ্টিয়ায় নিজ বাড়িতে বৃহস্পতিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন কাউন্সিল করার জন্য পূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে অনুমতি দিয়েছে। পুলিশের কাছে আবেদন করলেই অনুমতি পাবে তারা। তারপরও তারা নিজেরাই টালবাহানা করছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম তারা সোহরাওয়ার্দি উদ্যানে কাউন্সিল না করে বসুন্ধরা কনেভনশন সেন্টারে করতে চায়। আবার শুনি ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটে করবে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে কাউন্সিল করার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছে। এটা তাদের সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ। তারা নিজেরাও জানে না কাউন্সিল করবে কিনা, বা করলে কোথায় করবে? এই সিদ্ধান্তহীনতা সরকারের ঘাড়ে চাপিয়ে তারা স্বস্তি খুঁজছে।

‘দেশের নির্বাচনী ব্যবস্থা এতদিন কেন্দ্রীয়ভাবে ধ্বংস করে এখন স্থানীয় পর্যায়ে তা করা হচ্ছে’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের এমন মন্তব্যে হানিফ বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দলের নেতাদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। অনেকেই পদত্যাগ করেছেন, অনেকেই দল থেকে পদত্যাগের অপক্ষোয় আছেন। এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে নির্বাচন করার বিষয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের আগ্রহ কম। সে কারণেই তারা দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছে না।

হানিফ সাংবাদিক মাহফুজ আনাম ও ওয়ান ইলেভেন প্রসঙ্গে বলেন, এটা নিয়ে জাতীয় সংসদেও কথা হয়েছে। অনেকেই দাবী করেছেন তদন্ত কমিশন গঠন করে ওয়ান ইলেভেনের সাথে জড়িতদের বিচার হোক। আমি মনে করি তদন্ত কমিশন গঠনের মাধ্যমে তদন্ত করে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া উচিত।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মার্চ ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test