E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এখন রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ নেই’

২০১৬ মার্চ ০৫ ১৩:৪৮:১৬
‘এখন রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ নেই’

স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে এখন আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ নেই।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে দৃশ্যত আওয়ামী লীগের সে রকম কোনো প্রতিপক্ষ নেই। যাদের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল, তারা এখন নানারকম ভয়-ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ভয় এখন ভাইরাসের মতো তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারা এখন নালিশের দলে পরিণত হয়েছে। নির্বাচন বর্জন করে আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতিতে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, বিএনপি এখন প্রেস ব্রিফিং নির্ভর নালিশের দলে পরিণত হয়েছে। তারা প্রেস ব্রিফিং করে সরকারের বিরুদ্ধে নানা রকম নালিশ করছে। তারা ঠিক করতে পারেনি, কোথায় তারা কাউন্সিল করবে। অথচ তারা অভিযোগ করছে, সরকার তাদের বাধা দিচ্ছে।

বিএনপিকে ইঙ্গিত দিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, তারা ১৮৪টি ইউনিয়ন পরিষদের প্রার্থী দিতে পারেনি। আবার বলছে আওয়ামী লীগ বাধা দিচ্ছে। আওয়ামী লীগে যদি বাধা দিতো, তাহলে ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের ভাই মেয়র হতে পারতেন না।

ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে সোহরাওয়াদী উদ্যোনে জনসভা সফল করার জন্য মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর‍া উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মার্চ ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test