E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘তেলাপোকাও একটা পাখি, বিএনপিও একটি দল’

২০১৬ মার্চ ০৫ ১৩:৫৪:২০
‘তেলাপোকাও একটা পাখি, বিএনপিও একটি দল’

কুষ্টিয়া প্রতিনিধি : তেলাপোকাও একটা পাখি আর বিএনপিও একটি দল, তার আবার কাউন্সিল, এর চেয়ে হাস্যকর আর কিছুই নেই’ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় হানিফ আরো বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভেতরে কতটুকু গণতন্ত্রের চর্চা আছে সেটা তাদের কর্মকান্ড দেখলেই বোঝা যায়। তাদের কাউন্সিল নিয়ে কোন সমস্যা নেই। তবে এই কাউন্সিল নিয়ে যে তামাশা আর নাটক হচ্ছে তা নিয়ে দেশবাসী অন্তত যারা গণতান্ত্রিক চর্চা করে তারা লজ্জাবোধ করছে। তারা বলছে কাউন্সিলে চেয়ারপারসন আর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। সবাই জানে বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের ওই পদ দু’টি কোন প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই সমস্ত নাটক করে রাজনীতিটাকে একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে বিএনপি। রাজনৈতিক অঙ্গনকে কলুুষিত করেছে তারা। এই সমস্ত রাজনৈতিক দল যত তাড়াতাড়ি সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরে আসবে দেশের জন্য মঙ্গল হবে।

বিএনপির কাউন্সিল নিয়ে আওয়ামীলীগের কোন ভাবনা নেই উল্লেখ করে আওয়ামীলীগ নেতা হানিফ বলেন, বিএনপি কোন রাজনৈতিক দলই না যেটাকে নিয়ে আওয়ামীলীগের কোন ভাবনা আছে। এটা একটা যগাখিচুড়ি দল। ক্ষমতায় থেকে হেলারুটি খাওয়া দল। কাউন্সিল নিয়ে বিএনপির তামাশা দেশবাসী দেখছে, এবং এর জবাবও তারা পাবে।

পরে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ এমপি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দ্বী প্রমুখ।

(কেকে/এএস/মার্চ ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test