E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২০ দলের মাঠের রাজনীতি শেষ’

২০১৬ মার্চ ১৭ ১৭:১৫:১৫
‘২০ দলের মাঠের রাজনীতি শেষ’

কুমিল্লা উত্তর প্রতিনিধি : ২০ দল এখন কার্যত প্রেস রিলিজ সর্বস্ব জোট। তাদের মাঠের রাজনীতি শেষ। জনবিচ্ছিন্ন জোট এখন গুলশানের একটি বাড়িতেই সীমাবদ্ধ। তিনি বলেন তারা আবারও নাসকতার পথ খুঁজছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এম.পি আজ বলেছেন মেঘনা উপজেলায় যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার পরিবর্তন হবে গণতান্ত্রীক ব্যবস্থায়, নাশকতায় নয়। তাই ঐ সকল অপশক্তিকে সকলে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। যারিফ আলী স্মৃতি বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক জনাবা বেগম মাহমুদা ভূঁইয়ার সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আঃ ছালাম, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার সুমী, মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, মুজাফ্ফর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুর রউফ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, মেঘনা থানা অফিসার ইনচার্জ কামরুজ্জাম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, যারিফ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক এটিএম নুরুজ্জামান তোহা, মুজিবুর রহমান, আলমগীর রহমান, আব্দুল্লাহ আল বাকী শামীম, শাহ আলম, লিটন আব্বাসী প্রমুখ।

উল্লেখ্য, আজ মেঘনা উপজেলায় ৪র্থ শ্রেণীর ৪৭ জন মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।

(ওএমএফ/এএস/মার্চ ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test