E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি-মন্ত্রীদের ভাষা শেখার পরামর্শ হান্নান শাহ’র

২০১৪ জুন ০৩ ১৬:০৬:৪৪
এমপি-মন্ত্রীদের ভাষা শেখার পরামর্শ হান্নান শাহ’র

স্টাফ রিপোর্টার : এমপি-মন্ত্রীদের তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যে উল্লেখ করে এমপি-মন্ত্রীদের ভালো ভাষা শেখার পরামর্শ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব.  আ.স.ম হান্নান শাহ বলেছেন, “আপনারা ভাষা শিখুক, বাংলা ভাষায় অনেক ভালো ভালো শব্দ আছে। তা বক্তব্যে ব্যবহার করুন।

এসব কুরুচিপূর্ণ শব্দ থেকে বিরত থাকুন।”

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ আয়োজিত ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে বর্তমান সরকারের মন্ত্রীদের কটূক্তি ও লাগামহীন অশ্লীল বক্তব্যের বিরুদ্ধে’ এক প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান।

হান্নান শাহ বলেন, “আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্মের পর তাদের নানি-দাদিরা তাদের চোখ ধুয়ে দেয়নি। এজন্য তারা কথায় কথায় মিথ্যে বলে। ওরা বেলাজ। ফলে বিএনপির জাতীয় নেতাদের নিয়ে তারা লজ্জাজনক মিথ্যাচার করছেন।”

তিনি বলেন, “সরকারের ডানে, বায়ে সব দিকেই চোর। লুটের টাকা ভাগাভাগি করতে গিয়ে সারা দেশে নিজেরাই নিজেদের নেতা কর্মীদের খুন করছে। আর দায় চাপাচ্ছে বিএনপির ঘাড়ে। কিন্তু জনগণ বুঝে গেছে কারা এসব গুম, খুনের সাথে জড়িত।”

হান্নান শাহ বলেন, “ভাবমূর্তি নষ্ট করার জন্য নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে বিএনপির নাম জড়ানো হচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিএনপি নয়, সাত খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকজনেরাই। এভাবে প্রমাণ হয়েছে ফেনীর দুই হাজারীর প্রতিযোগিতায় খুনি কারা।”

তিনি বলেন, “সরকারে সময় তাদের ফুরিয়ে আসছে। প্রতিটি ঘরে ঘরে মানুষ অপেক্ষায় আছে, কখন ভোটের সুযোগ আসবে। ৫ জানুয়ারি নির্বাচনে প্রমাণ করলো আওয়ামী লীগের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সময় হলেই প্রমাণ করে দেবে জনগণ কী চায়।”

সংগঠনের সভাপতি কৃষিবিদ রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, হেলেন জেরিন খান, কৃষিবিদ সামিউর রহমান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test