E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির ভরাডুবি হয়েছে’

২০১৬ মার্চ ২৫ ১৩:৪৯:২৮
‘নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির ভরাডুবি হয়েছে’

মানিকগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির ভরাডুবি হয়েছে। তাই তৃণমূলে বিএনপিকে প্রত্যাখান করেছে জনগণ। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের ফোরলেন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির কাউন্সিল হয় দেশে আর নেতৃত্ব নির্বাচিত হয় বিদেশ থেকে। দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে আছেন বিদেশের দিকে। কখন শুভ সংবাদ আসবে, কে হবেন দলের মহাসচিব। বিএনপির এখন একেবারে লেজে গোবরে অবস্থা। নেতা-কর্মীরা হতাশ। জনগণও তাদের প্রত্যাক্ষাণ করেছে।

প্রথম দফা ইউপি নির্বাচনে সহিংসতার হতাহতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন। কিছু ঘটনা ঘটবেই। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আগামী নির্বাচন গুলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-আরিচা মহাসড়কসহ আরো চারটি মহাসড়ক ফোরলেনে উন্নীত করা হবে।

এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ঢাকা সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহীবুল হক উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মার্চ ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test