E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৯ দল ২০ দল হচ্ছে

২০১৪ জুন ০৫ ০৮:৪৪:০১
১৯ দল ২০ দল হচ্ছে

ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে সাম্যবাদী দলকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজ রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে জোট নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জোটের অন্যতম শরীক জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে পজেটিভ আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া মনে করেন, যারা অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াবেন, তাদের সবাইকে জোটে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে জানান হবে।

এর আগে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকটি রাত সোয়া ৯টায় শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য আবদুল হালিম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মওলানা মোহম্মদ ইসহাক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়রাম্যান খন্দকার গোলাম মর্তুজা, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির মহাসচিব অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মুসলিম লীগের চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খান, পিপলস লীগের সভাপতি গরিবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম এবং ডেমোক্রেটিক লিগের সভাপতি সাইফুদ্দিন মনি।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

(ওএস/এইচআর/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test