E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশে দুর্নীতি আকাশচুম্বী আকার ধারণ করেছে’

২০১৬ এপ্রিল ২২ ১৬:২৮:১২
‘দেশে দুর্নীতি আকাশচুম্বী আকার ধারণ করেছে’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘হলমার্ক, বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপের দুর্নীতির পর দেশের মানুষকে এবার দেখতে হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মত কলঙ্কজনক ঘটনা। দুর্নীতির এমন রূপ দেশের মানুষ আর কখনো দেখেনি। দেশ কঠিন দুঃসময় অতিক্রম করছে বলেই দুর্নীতি আকাশচুম্বী আকার ধারণ করেছে।’

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও আমাদের সংস্কৃতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনা সভার আয়োজন করে।

চলমান ইউপি নির্বাচন প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, নির্বাচন জনকল্যাণের জন্য হলেও আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে হত্যার হলি খেলা চলছে, রক্তের গঙ্গা বইছে। এমন নির্বাচন কখনই গ্রহণ করা যায় না।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী ধাপগুলো সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী নির্দেশের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, যেখানে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে নির্দেশ দিবেন অথচ সেখানে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে বলেন নির্বাচন সুষ্ঠু হতে হবে। এ থেকেই বোঝা যায় নির্বাচন কমিশন কতটা দুর্বল।

নির্বাচন কমিশনকে দেয়া সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে ব্যর্থ মন্তব্য করে তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন থেকে শুরু করে আজকে সর্বনিম্ন নির্বাচনেও তারা একই ধারাবাহিকতা বজায় রেখেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ নামক আজকের এ জনপদ এটা কিন্তু পরিবর্তিত এবং রূপান্তরিত। উত্থান-পতনের মধ্য দিয়ে আজকের এ বাংলাদেশ। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, শিল্প বিশ্বকে সমৃদ্ধ করেছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনেন উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন ব্যপারি প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test