E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিয়া হত্যার বিচার চাওয়া বিএনপির ভণ্ডামি: মায়া

২০১৪ জুন ০৫ ১৪:১৩:১৬
জিয়া হত্যার বিচার চাওয়া বিএনপির ভণ্ডামি: মায়া

স্টাফ রিপোর্টার : জিয়া হত্যার বিচার করার কথা বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভণ্ডামি করছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধূরী মায়া।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

মায়া বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান হত্যার ৩৪ বছর পর এই হত্যাকাণ্ডের বিচার করতে চাইছেন। কিন্ত এটা তাদের ভণ্ডামী। তারা বিগত দুই বার ক্ষমতায় ছিলেন, কিন্তু তখন কোন বিচারের ব্যবস্থা করেন নি।

তিনি বলেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে নাকি এ বিচার হবে। কিন্ত বাস্তবতা এই যে, আগামীতে তাদের জনগণ ভোট দেবে না, তাই তারা ক্ষমতায়ও আসতে পারবে না। জনগণ তাদের বিশ্বাস করে না। বিএনপিকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যদি কালকেই এই বিচার চান তবে সরকার আপনাদের সাহায্য করবে। আসলে আপনারা এই বিচার চান না। কারণ আপনারা দুষ্ট লোক।

দলে নিজের অবস্থা্ন প্রসঙ্গে তিনি বলেন, আমাকে নিয়ে অনেকে টানাটানি করেছেন। টানাটানি করে কোন লাভ হবে না, নামাতে পারবেন না। আমাকে নামানোর ক্ষমতা একমাত্র আল্লাহ ও শেখ হাসিনা ছাড়া আর কারো নেই। অথবা যদি আমি নিজে না নামি।

নগর আওয়ামী লীগের কাউন্সিলের বিষয়ে মায়া বলেন, কাউন্সিল হয়ে গেছে। মাত্র ৪ টি থানা বাকি আছে। আপনাদের নিজেদের সমস্যার জন্য বাকি ৪৪ টি থানা বসে থাকতে পারে না। আগামী দু দিনের মধ্যে যে সব থানা বাকি আছে তাদের নেতা কর্মীরা হয় কাউন্সিলের সময় দেবে অথবা আমরা কেন্দ্র থেকে সময় নির্ধারণ করে দেব।

তারেক রহমানকে উদ্দেশ্য করে মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, একজন বিদেশে থেকে মিথ্যাচার করছে। অপরজন(খালেদা জিয়া)দেশে থেকে মিথ্যাচার করছে। এই মিথ্যাচার থেকে বিএনপি বেরিয়ে না আসলে পরিণাম ভাল হবে না।

র‌্যাব প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি র‌্যাব বিলুপ্তির কথা বলে। র‌্যাব সম্প্রতি বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে। তাদের আমি স্যালুট জানাই। এরকম কাজ তারা আগেও করেছে। তাই র‌্যাব যারা বিলুপ্তির কথা বলেন তাদেরকে ঘৃণা করতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধান সম্পাদক হাজী সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test