E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মানুষ আর নির্বাচনের কথা শুনতে চাইবে না’

২০১৬ মে ০৭ ১৯:০১:৫০
‘মানুষ আর নির্বাচনের কথা শুনতে চাইবে না’

স্টাফ রিপোর্টার : মানুষ আর নির্বাচনের কথা শুনতে চাইবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনা শেষে ফেরার সময় তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে নির্বাচনের নামে যা ঘটছে, তাতে মানুষ নির্বাচনকে সন্মানের চোখে আর দেখবে না। এভাবে যদি সব নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে মানুষ আর নির্বাচনের কথা শুনতে চাইবে না।

তিনি বলেন, প্রথম দফা থেকে চার ধাপের ভোট পর্যন্ত নানা অভিযোগ দেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং অবনতি হয়েছে। সেই কেন্দ্রদখল, ভয়ভীতি প্রদর্শন, জোরজবরদস্তি করে ফল নিজেদের পক্ষে আনা- সবাই অব্যাহত রয়েছে। সিইসিকে বরাবরের মতো একই কথা বলে এসেছেন। কিন্তু দুঃখের বিষয়, সিইসির আশ্বাসের পর পরিস্থিতির উন্নতি হয়নি। ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।

নির্বাচন ও গণতন্ত্রকে টিকিয়ে রাখতে অনিয়ম প্রতিরোধে বিএনপি কাজ করে যাবে বলে জানান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, নির্বাচন ও গণতন্ত্রকে গ্রহণযোগ্য রাখতে তারা কাজ করে যাচ্ছেন। যাতে মানুষ গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে আস্থা স্থাপন করতে পারে। চার ধাপের ভোটের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত দলীয়ভাবে হবে।

শনিবার দেশের ৭০৩ ইউপিতে ভোটগ্রহণ হয়। আরও দুই পর্বের ভোট বাকি রয়েছে।

(ওএস/এএস/মে ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test