E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হরতাল ডেকে জামায়াত আদালত অবমাননা করেছে’

২০১৬ মে ০৮ ১৭:০১:৫৭
‘হরতাল ডেকে জামায়াত আদালত অবমাননা করেছে’

স্টাফ রিপোর্টার : আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডেকে জামায়াত আদালত অবমাননা করেছে উল্লেখ করে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় অবিলম্বে কার্যকরের দাবি ও জামায়াতের হরতালের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘বিচারপতিদের নিয়ে কথা বললে আদালত অবমাননা হয়, মন্ত্রী-এমপিদেরও আদালতে তলব করা হয়। তবে আমার একটা প্রশ্ন আছে- আদালতের রায়ের বিরুদ্ধে যে হরতাল ডাকা হল, তা কি আদালত অবমাননা নয়? অবিলম্বে হরতাল আহ্বানকারীদের আদালতে তলব করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক’।

তিনি বলেন, বাংলাদেশে যে হরতাল হচ্ছে বোঝার কোনো উপায় নেই। দেশের কয়েকটি অনলাইন মিডিয়া ও পত্রিকা যদি জামায়াতের হরতালের খবর না প্রকাশ করতো, তাহলে দেশের মানুষ জানতোই না আজ হরতাল।

কোনো গোষ্ঠী বা দলের দাবির ভিত্তিতে নয়, একাত্তরে সংঘটিত অন্যায়ের প্রতিকারের জন্যই আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করছে। অনেকে বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তারাই আবার রায় কার্যকর নিয়ে সন্দেহ প্রকাশ করেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার আশ্রয়ে বিদেশি হত্যা, ইমাম-পাদ্রী হত্যা হচ্ছে বলে অভিযোগ করেন হাছান মাহমুদ।

২০১৯ সালেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না জেনেই বিএনপি নেত্রী আলোচনায় থাকার জন্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করছেন উল্লেখ করে তাকে নোংরা কথা না বলার আহ্বানও জানান আওয়ামী লীগের এই নেতা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফালগুনী হামিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।

(ওএস/এএস/মে ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test